ইন্টারনেটে বাংলাদেশের উদ্ভিদের তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরি করেছেন মো. সালাহ উদ্দিন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সহযোগিতায় দুই বছর ধরে বিভিন্ন জার্নাল, অভিসন্দর্ভ, বই ও হারবেরিয়াম থেকে তথ্য সংগ্রহ করে বাংলাদেশের একটি সামগ্রিক উদ্ভিদ ডেটাবেইস ‘অ্যাথনোবোটানিক্যাল ডেটাবেইস অব বাংলাদেশ (ইডিবি)’ তৈরি করেছেন। www.ethnobotanybd.com ঠিকানার ওয়েবসাইটে প্রত্যেকটি উদ্ভিদের বাংলা নাম, উপজাতি নাম, শ্রেণীবিন্যাস, বাহ্যিক বৈশিষ্ট্য, রাসায়নিক উপাদান, ভেষজ গুণাগুণ এবং বিস্তার সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এ ডেটাবেইসটি উদ্ভিদবিজ্ঞান, ইথনোবোটানি, মেডিকেল নৃবিজ্ঞান, বন ও পরিবেশ বিজ্ঞান, প্রাণরসায়ন, অণুজীববিজ্ঞান, ভেষজ বিজ্ঞান এবং জীববিজ্ঞানের অন্যান্য শাখার শিক্ষার্থী, গবেষক ও বিজ্ঞানীদের কাজে লাগবে।
source: prothom-alo