Abu Nayem বাঙলার গাছ-গাছড়া (Banglar gach-gachra) ফেসবুক গ্রুপে লিখেছেন
আমি এমন এক লোককে চিনি, যিনি যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকত। স্থানীয়রা ডাক্তার কে খবর দিলে ডাক্তার এসে হার্টের পালস পেত না। ব্লাড পেসার চেক করেও কিছুই বুঝা যেত না। মানে ডাক্তারি চিকিৎসায় Error.
মাথায় পানি ঢাললে আস্তে আস্তে স্বাভাবিক হত।
এক কবিরাজ এসে খুজতে খুজতে একটা গাছের মুল সুতা দিয়ে বেধে রোগীর গলায় মাধুলী করে বেধে দিয়েছে। এখন সে সুস্থ।
গাছ টি হচ্ছে আইষ্ঠা নাগিনী/ মাছের আঁশটে গন্ধ আছে বলে ‘আঁশটে লতা’ বলে।
আইষ্ঠা নাগিনীঃ
English Name: Chameleon Plant,fish mint, lizard tail, heartleaf, fishwort, and bishop’s weed
বৈজ্ঞানিক নাম : Houttuynia cordata Thunb.
এর অনেক মেডিসিনাল ভ্যলু আছে। তবে কোন কবিরাজ যদি গলায়, হাতে কিংবা কোমড়ে কিছু বাঁধতে বলে, আপনি ১০০ ভাগ নিশ্চিত থাকবেন যে তা ১০০ ভাগ ভুয়া। কিন্তু খেতে বললে ঠিক আছে। তবে জেনে, বুঝে খাবেন।
কৃতজ্ঞতা স্বীকার; তাপস বর্দ্ধন
আইস্টা নাগিনী গাছ কোথায় পাবো?